তুরস্কে কুর্দি হামলায় ১৫ সেনা নিহত
তুরস্কের বিদ্রোহী সংগঠন কুর্দিস্তান ওয়াকার্স পার্টির (পিকেকে) যোদ্ধাদের হামলায় দেশটির অন্তত ১৫ সেনা নিহত হয়েছে। রোববার দেশটির হাক্কারি প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে।
পিকেকে যোদ্ধা ও তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। হামলার জবাবে তুর্কি সেনাবাহিনী বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার হাক্কারি প্রদেশের ডাগলিসা এলাকায় সেনা সদস্যদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় পিকেকে যোদ্ধারা। এতে অন্তত ১৫ সেনাসদস্য নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
২০১২ সালে তুরস্ক সরকার এবং কুর্দিদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তি দীর্ঘ আড়াই বছর পর গত জুন মাসে ভেঙ্গে যায়। শান্তিচুক্তি ভেঙ্গে যাওয়ার জন্য দেশটির সরকার ও পিকেকে যোদ্ধারা একে অপরকে দোষারোপ করে আসছে।
রোববারের ওই হামলার প্রতিবাদে কুর্দিদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্কের সেনাবাহিনী।
এসআইএস/পিআর