ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবি
বিচার চাওয়ায় কারখানা থেকে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবি জানিয়েছেন ডংলিয়ন ফ্যাশন বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট থেকে তারা এ দাবি জানান।
অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়ায় ডংলিয়ন ফ্যাশন বিডি লিমিটেড কারখানায় প্রতিনিয়ত যৌন নির্যাতন, দমন পীড়ন হচ্ছে। যৌন নির্যাতনের প্রতিবাদ করলে, বিচার চাইলে কারখানা থেকে বের করে দেয়া হচ্ছে। তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আমরা রাজপথে অবস্থান নিতে বাধ্য হয়েছি।
বক্তারা আরও বলেন, আমরা কারখানার কর্মকর্তাদের কাছে মৌখিক ও লিখিতভাবে বিচার চাইলে অভিযোগকারী শ্রমিকদের কারখানা থেকে বের করে দেয়া, ছাঁটাই ও বিভিন্নভাবে হুমকি দেয়া হয়। এ অবস্থায় ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল না হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।
অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন শ্রমিক মোহাম্মদ সেলিম, মোছা. আকলিমা আক্তার, সেলিনা আক্তার, লিমা আহমেদ প্রমুখ।
এএস/এএইচ/এমএস