ভারতীয় ৩ চ্যানেল বন্ধে হাইকোর্টের রুল


প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৯ অক্টোবর ২০১৪

বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট  বেঞ্চ এ রুল জারি করেন।

চ্যানেল তিনটি হলো- স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা। তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের আগামী ৪ সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দীন ভুইয়া, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনালে মোতাহের হোসেন সাজু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।