পাউ‌বোসহ চার অফিসে দুদকের অভিযান, পাঁচ জেলা প্রশাসককে চিঠি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪৩ পিএম, ৩০ মে ২০১৯

অনিয়মের অভিযোগ পেয়ে বিভিন্ন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মতিঝিল অফিসে লিগ্যাল শাখায় নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক।

দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয়ের একটি এনফর্সমেন্ট বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করে।

পাবনায় গণপূর্ত বিভাগের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেছে দুদক।

এদিকে চট্টগ্রাম থেকে দোহাজারী ও নাজিরহাট রুটের রেলপথ সংস্কারের কাজের পরও কাঙ্ক্ষিত গতি বাড়ানোর কারণ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে- এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক।

অপরদিকে সাতক্ষীরা-দেবহাটা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনা হতে গতকাল বুধবার এ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে ঝালকাঠি, বরগুনা, ভোলা, হবিগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে বিআরটিএ, ইউনিয়ন ভূমি অফিস ও জেলা কারাগারে নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে দুদক।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।