৪০ বিচারক বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ৩০ মে ২০১৯

৪০ বিচারককে বদলি করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তাদের বদলি-সংক্রান্ত বুধবারের আদেশটি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বৃহস্পতিবার প্রকাশ করেছে।

অধস্তন আদালতে বদলি হওয়া বিচারকদের মধ্যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার বিচারকরা রয়েছেন।

বদলি হওয়া বিচারকদের আগামী ১২ জুনের মধ্যে জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা দফতরপ্রধানের মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

তবে প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের ছুটি শেষে যোগদান করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বদলি হওয়ার বিচারকদের তালিকা

আরএমএম/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।