বঙ্গবন্ধু ছিলেন এক আলোকবর্তিকা : মালয়েশিয়া আ.লীগ
মালয়েশিয়া জহুর বারু আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এক আলোকবর্তিকা। তিনি না থাকলে আমরা আজও স্বাধীন হতে পারতাম না। তার নেতৃত্বের কারণেই আজ আমরা স্বাধীন ভূ-খন্ড পেয়েছি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক দেশের নাম গৌরবের সঙ্গে স্থান করে নিয়েছে।
৬ সেপ্টেম্বর রোববার বিকেলে মালয়েশিয়ার জোহর প্রদেশের আব্দুল্লাহ তাহের অঞ্চলের সালাসা হোটেলের বলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোহর প্রদেশের আওয়ামী লীগ নেতা জাকির হোসেন। উপস্থাপনার দায়িত্বে ছিলেন মো. সুমন।
সম্মেলনে বক্তরা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দল বা গোষ্ঠীর নয়। তিনি সবার, সব বাংলাদেশির। বিশ্ব জানে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই ১ লাখ ৪৭ হাজার ৫৯৮ বর্গ কিলোমিটার স্বাধীন লাল-সবুজ পতাকার ভূ-খন্ড। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ সুখি ও সমৃদ্বিশালী দেশ হিসেবে গড়ে উঠেছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আওয়ামী মনা সকলকে একযোগে কাজ করতে হবে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মকবুল হোসেন মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক রাশেদ বাদল, মাহতাব খন্দকার, আব্দুল করিম, মোস্তফা তালুকদার, জহুর বারু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম আমিন, মো. ফাহিম, সিঙ্গাপুর থেকে আগত বিশিষ্ট সমাজ সেবক ফিলিপ রহমান, ইমদাদুল হক কনক, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মীরান, মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা সন্জয় দত্ত, জহুর বারু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবু।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মখলিছুর রহমান, মালয়েশিয়া যুবলীগ নেতা মো. রেজাউল হক লায়ন। এছাড়া সম্মেলনে জহুর প্রদেশের আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আরএস/এমএস