ফণীতে ক্ষতিগ্রস্তদের এক লাখ ডলার সহায়তা চীন রেড ক্রস সোসাইটির

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ৩০ মে ২০১৯

ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জনগণের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক লাখ ডলার সহায়তা দিয়েছে রেড ক্রস সোসাইটি অব চায়না । ঢাকায় চীনের দূতাবাসের মাধ্যমে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

আজ বৃহস্পতিবার চীনের দূতাবাসের কনফারেন্স রুমে এ চেক হস্তান্তর কর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত জিয়াং জু। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে চেক গ্রহণ করেন সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগের দায়িত্বরত পরিচালক নাজমুল আযম খান, সহকারী পরিচালক খ. এনায়েতুল্লাহ একরাম পলাশসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফিরোজ সালাহ্ উদ্দিন তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘রেড ক্রস সোসাইটি অব চায়না, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম সহযোগী প্রতিষ্ঠান। তারা বাংলাদেশে সংঘটিত বড় ধরনের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহায়তায় সর্বদাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পাশে দাঁড়িয়েছে।’

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি; চায়না রেড ক্রস সোসাইটি ও চীন দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শুধু উপকূলীয় এলাকার জনগণের জন্য নয়, রাজধানীর পুরান ঢাকার চুড়িহাট্টা ও বনানীর অগ্নিকাণ্ডসহ সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া সবকটি অগ্নিকাণ্ডে সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি কাজ করেছে, যা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন রাষ্ট্রদূত জিয়াং জু।

জেপি/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।