পরিবেশ-বান্ধব আন্ডারওয়্যার পাচ্ছে নরওয়ে সৈনিকরা


প্রকাশিত: ০২:৫৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

পরিবেশকে দূষণমুক্ত রাখতে নরওয়ের সামরিক বাহিনী তার সৈন্যদের জন্যে পরিবেশ-বান্ধব আন্ডারওয়্যার কেনার সিদ্ধান্ত নিয়েছে। পরিবেশ-বান্ধব পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের একটি চুক্তি করেছে নরওয়ের সশস্ত্র বাহিনী।

কর্তৃপক্ষ বলছে, সৈন্যরা আগামীতে পরিবেশ নষ্ট করে না এমন সুতির আন্ডারওয়্যার ও ব্রা পরিধান করবে। সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, এসব অন্তর্বাস তারা পরীক্ষা করে দেখেছেন। এগুলো উন্নত মানের এবং আরামদায়ক।

তিনি আরো বলেছেন, যুদ্ধক্ষেত্রে সৈন্যদের জন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এর ফলে খরচ আরো বেড়ে যাবে তারপরেও পরিবেশ ও সৈন্যদের কথা বিবেচনা করে এই উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ।

এমন সিদ্ধান্তে পরিবেশ-বান্ধব সুতা প্রস্তুতকারক স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্যে এটা একটা সুখবরই বটে। সামরিক বাহিনীতে প্রতি বছর ৫০ হাজার অন্তর্বাস সরবরাহ করা হয়। পরিবেশ-বান্ধব এই সুতা উৎপাদনে কোনো ধরনের রাসায়নিক পদার্থ, সার কিম্বা কীটনাশক ব্যবহার করা হয় না।

সামরিক বাহিনী বলছে, এরকম একটি সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সৈন্যরাও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে।-বিবিসি

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।