মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র স্থাপনে সহায়তার আশ্বাস ইউএনওডিসির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ৩০ মে ২০১৯

বাংলাদেশে জাতীয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র স্থাপন এবং অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনবিষয়ক দফতর (ইউএনওডিসি)।

এ ছাড়া বাংলাদেশের দুর্নীতি দমন বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানেও সহযোগিতার আশ্বাস দিয়েছে সংস্থাটি।

বুধবার (২৯ মে) বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউএনওডিসির মহাপরিচালকের সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠকে এ আশ্বাস দেয়া হয়।

বৈঠকে বাংলাদেশও মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ ও দুর্নীতি দমনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএনওডিসিকে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

ভিয়েনায় ইউএনসিএসির বাস্তবায়ন পর্যালোচনা পর্বের দশম অধিবেশনের পার্শ্ব সম্মেলনে এ বৈঠক হয়। ২৭ মে থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সম্মেলন শুরু হয়েছে। চলবে ২৯ মে পর্যন্ত।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর প্রমুখ।

এফএইচ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।