কন্টেসা সল্যুশনস অ্যান্ড কনসালটেন্টস লিমিটেডের লোগো উন্মোচন


প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান কন্টেসা সল্যুশনস অ্যান্ড কনসালটেন্টস লিমিটেডের (www.contessabd.com) লোগো উন্মোচন, ই-কমার্স ওয়েবসাইট এইসবডটকম ও ইসলামিক ওয়াপসাইট সহজইসলামডটকম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রোববার রাজধানীর কারওয়ান বাজারস্থ বেসিস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি শামীম আহসান। কন্টেসা সল্যুশনস অ্যান্ড কনসালটেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার।

এছাড়া বিভিন্ন মোবাইল অপারেটরের প্রতিনিধিগণ, কন্টেসা সল্যুশনস অ্যান্ড কনসালটেন্টস লিমিটেড ও কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি শামীম আহসান বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রায় আজ কন্টেসা সল্যুশনস অ্যান্ড কনসালটেন্টস লিমিটেড, ই-কমার্স ওয়েবসাইট এইসবডটকম ও ইসলামিক ওয়াপসাইট সহজইসলামডটকম যুক্ত হলো। আমরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই। আশা করি এই উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া তারা তাদের কর্পোরেট রেসপনসিবিলিটি পালন করবে ও তরুণদের জন্য বিশেষ ভূমিকা রাখবে।

কন্টেসা সল্যুশনস অ্যান্ড কনসালটেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ডিসেম্বর ২০১৪ সাল থেকে। কন্টেসার মূল লক্ষ্য হলো টেলকো ভ্যাস এবং ডিজিটাল সার্ভিস শিল্পে কৃতিত্বের সঙ্গে অগ্রগামী ভূমিকা পালন করা।

তিনি দাবি করেন, কন্টেসা সল্যুশনস অ্যান্ড কনসালটেন্টস লিমিটেড অচিরেই বাংলাদেশের বাজারে একটি অন্যতম সফটওয়্যার কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।