শাহজালালে এক কেজি ৩৯০ গ্রাম স্বর্ণসহ আটক ১
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ৩৯০ গ্রাম স্বর্ণসহ পান্না লাল মজুমদার (৪০) নামে একজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার রাত ৮টায় স্বর্ণসহ ওই ব্যক্তিকে আটক করে কাস্টমস প্রিভেনটিভ দল।
বিমানবন্দর কাস্টমস প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার (এসি) শাহিদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক পান্না সিঙ্গাপুর থেকে টাইগার এয়ার ওয়েজের-২৬৫৬ নম্বর ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে অবস্থানকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে এক কেজি ৩৯০ গ্রাম স্বর্ণালংকার (গলার চেইন) জব্দ করা হয়।
আটক পান্নার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জেইউ/বিএ