নকল কসমেটিক্স, বিডি বাজেট বিউটি বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৯ মে ২০১৯

নামিদামি সব ব্র্যান্ডের নামে নকল বিদেশি কসমেটিক্স বিক্রির অপরাধে বসুন্ধরা সিটির বিবিবি কসমেটিক্স (বিডি বাজেট বিউটি) সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার রাজধানীর বসুন্ধরা সিটিতে বিশেষ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সংস্থাটি।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, সহকারী পরিচালক মো. মাসুম আরিফিন, আফরোজা রহমান। নাগরিক সমাজের প্রতিনিধি বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ এ সময় উপস্থিত ছিলেন।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, বিবিবি কসমেটিক্স নামিদামি প্রতিষ্ঠান। অবৈধ পন্থায় আনা (লাগেজ পার্টির) বিভিন্ন বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রি করছে। এসব প্রসাধনীর গায়ে আমদানিকারকের নাম লেখা নেই।

vokta

এটি আসলে ব্র্যান্ডের পণ্য নাকি কেরানীগঞ্জ, জিঞ্জিরা, চকবাজারের তৈরি নকল কসমেটিক্স তার কোনো নিশ্চয়তা নেই। এর আগে একই অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছিলাম। একই সঙ্গে আইন পরিপালনে তাদের সতর্ক করেছিলাম। কিন্তু নির্দেশনা দেয়ার পরও সংশোধনী না আনায় প্রতিষ্ঠানটি আজ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কেন সংশোধন করা হয়নি জানতে চাইলে এর কোনো যথাযথ উত্তর দিতে পারেনি প্রতিষ্ঠানটি।

অধিদফতরের পক্ষ থেকে তাদের পণ্যের যাবতীয় কাগজপত্র আনতে বলা হয়েছে। যথাযথ কাগজপত্র দেখাতে পারলে তাদের বিষয় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষ‌য়ে বিবিবি কসমেটিক্স এর মা‌লিক নাঈমা রহমান অরকা জাগো নিউজকে বলেন, আমাদের প্রায় ৯৯ শতাংশ প‌ণ্যের আমদা‌নিকারকের স্টিকার আছে। কিছু ছোট প‌ণ্যের স্টিকার ছিল না। এ‌টি লাগানো হ‌চ্ছে। অ‌ধিদফতরের পক্ষ থে‌কে আমাদের বলেছে স্টিকার লাগানো ছাড়া পণ্য প্রদর্শন করা যাবে না। এছাড়া আমাদের কাগজপত্র দেখ‌তে চেয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকা‌লে তাদের কাগজপত্র দেখা‌ব।

এসআই/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।