বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি জোটের বিক্ষোভ


প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রোববার দেশের বিভিন্নস্থানে এ কর্মসূচি পালিত হয়েছে বলে বিএনপির দফতর থেকে জানানো হয়েছে। এর ফলে গত মার্চের পর কেন্দ্রীয়ভাবে ২০ দলীয় জোটের এটিই প্রথম কর্মসূচি পালিত হলো।

গত ২৭ আগাস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম গড়ে দুই দশমিক ৯৩ শতাংশ এবং গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়, যা সেপ্টেম্বর থেকেই কার্যকর হওয়ার কথা। এর প্রতিবাদে গত বুধবার জোটের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানান।

এর আগে গত রোববার রাতে জোটের শরিক দলের নেতাদের সঙ্গে খালেদার ঘণ্টাব্যাপী বৈঠকে আপাতত বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়।

এমএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।