৮৯ বাংলাদেশীকে ফিরিয়ে আনা হবে


প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৯ অক্টোবর ২০১৪

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘থাইল্যান্ডের জঙ্গল থেকে উদ্ধার হওয়া ৮৯ জন ‘ক্রীতদাস’ সম্পর্কে খোজঁখবর নেওয়া হচ্ছে। তারা বাংলাদেশী হলে পরবর্তীতে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ওইসব বাংলাদেশীকে ক্রীতদাস হিসেবে বিক্রির জন্য অপহরণের পর জাহাজে করে সেখানে নেওয়া হয়েছিল। বিবিসি অনলাইনে শনিবার এ খবর জানায়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, তাদের ভাল বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে সেখানে নেওয়া হয়। এদিকে, এ ব্যাপারে থাইল্যান্ডের সরকার জানিয়েছে, তারা দাস ব্যবসা বন্ধে লড়াই করে যাচ্ছে। তবে এই ইস্যুতে ‘পিছু হটতে বাধ্য’ হচ্ছে বলে অভিযোগ করেছে দেশটির সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।