রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২৭ মে ২০১৯
ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ মে) রাত ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছেন।

আগামীকাল মঙ্গলবার (২৮ মে) সকালে জাপান, সৌদি আরব, ফিনল্যান্ড ও ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। বিদেশ সফর সম্পর্কে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করা এবং দীর্ঘ ১১ দিন দেশের বাইরে চিকিৎসা শেষে দেশে ফেরা রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ত্রিদেশীয় সফরের জাপান, সৌদি আরব, ফিনল্যান্ড ও ভারতে মোট ১২ দিন অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর হেনিদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এফএইচএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।