বই বিতর্কে ক্ষমা চাইলেন এ কে খন্দকার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৭ মে ২০১৯

নিজের লেখা ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইয়ে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের শেষে ‘জয় পাকিস্তান’ বলেছেন উল্লেখ করায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এবং সাবেক মন্ত্রী এ কে খন্দকার (বীর উত্তম)।

রোববার (২৬ মে) একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ কে খন্দকার বলেন, ‘আমি ভুল করেছি যে পাকিস্তান কথাটা বলেছি। ওটা ভুল। আমার ভুল হয়েছে, একেবারে সম্পূর্ণ ভুল। আমি নিজেই জানি না কেন ভুল করলাম।’

এ সময় জয় পাকিস্তান শব্দটি ফেলে দেয়ার জন্য বইটির প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা প্রকাশনের সহযোগিতা চান তিনি।

সাক্ষাৎকারে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমি যে ভুল করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি।’ এ জন্য ক্ষমা চেয়ে শেষবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান মুক্তিযুদ্ধের এই উপ-অধিনায়ক।

মহান মুক্তিযুদ্ধ চলাকালীন একে খন্দকার উপ-অধিনায়ক ছিলেন। স্বাধীনতার পরবর্তী সময়ে তাকে বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১/১১ এর পর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত প্লাটফর্মের নেতা ছিলেন তিনি। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব দেয়া হয় তাকে। ২০১৪ সালে মন্ত্রীত্ব ছাড়ার পর প্রকাশ করেন নিজের আত্মজীবনী ‘১৯৭১ : ভেতরে বাইরে’।

বইটির ৩২ নম্বর পৃষ্ঠায় বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের শেষে ‘জয় পাকিস্তান’ বলেছিলেন- এমনটা উল্লেখ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন মুক্তিযুদ্ধের এই উপ-অধিনায়ক।

এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।