বছরের শেষের দিকে বাংলাদেশে আসতে পারেন মাহাথির

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ এএম, ২৭ মে ২০১৯

এ বছরের শেষের দিকে বাংলাদেশ সফরে আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তবে তিনি সফরের দিন, তারিখ বা বিস্তারিত কিছু জানাননি।

রোববার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এখানে আসবেন। আমরা ইতোমধ্যে তাকে আমন্ত্রণ জানিয়েছি।’

তবে বয়সের কারণে (৯৩ বছর) মাহাথির খুব একটা নড়াচড়া করতে চান না বলে জানান আবদুল মোমেন।

জাপান সফরে (২৮-৩০মে) যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাপানের মিডিয়া সংগঠন নিক্কি ডট ইঙ্কের আয়োজনে আগামী ৩০ মে ‘দ্যা ফিউচার অব এশিয়া’ শীর্ষক সম্মেলন হবে। এতে মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।