পাঁচ মামলায় আমানের জামিন
গাড়ি পুড়িয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে বিভিন্ন থানায় দায়ের হওয়া আরো পাঁচ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
জামিন আবেদনের শুনানি করে রোববার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
রাজধানীর পল্টন, মতিঝিল ও মুগদা থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে আমানের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
ওই পাঁচ মামলার মধ্যে দুটিতে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়। অপর তিন মামলায় আমানের বিরুদ্ধে পুলিশের প্রতিবেদন আদালতে জমা না দেয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত।
রোববার আদালতে বিএনপির এ নেতার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভেোকেট সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।
তার আগে গত ৩১ আগস্ট নাশকতার চার মামলায় তার ছয় মাসের অন্তবর্তী জামিন মঞ্জুর করেন হাইকোর্টের বিচারপতি কেএম আব্দুল হাকিম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
আইনজীবী সাগীর হোমেসন লিয়ন বলেন, চলতি বছরে সংঘটিত অবরোধ ও হরতাল চলাকালীন নাশকতার অভিযোগে জানুয়ারি ৩ তারিখ থেকে মার্চ পর্যন্ত রাজধানীর পল্টন, মতিঝিল ও মুগদা থানায় এবং পৃথক পৃথক মামলা করা হয়। ওই মামলায় জামিন আবেদন করার পর শুনানি করে তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
তিনি বলেন, বিভিন্ন থানায় পৃথক পৃথকভাবে দায়ের করা ৬৯টি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় তিনি আত্মসমর্পন করতে গেলে আমানুল্লাহ আমানকে কারাগারে পাঠানো হয়। এখন তিনি কারাগারে আছেন। এখন পর্যন্ত আমানের ২০টি মামলায় জামিন হলেও বিভিন্ন থানায় আরো ৪৯টি মামলা রয়েছে।
এফএইচ/একে