সতর্কতা সংকেত নামাতে বলা হলো সমুদ্রবন্দরকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৭ এএম, ২৬ মে ২০১৯
ফাইল ছবি

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ দেশের উপকূলীয় অঞ্চলগুলোকে দেয়া তিন নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

রোববার (২৬ মে) সকাল পৌনে ১০টার দিকে আবহাওয়া অধিদফতর আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানায়।

আবহাওয়া সতর্কবার্তায় আবহাওয়াবিদ মুহম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।’

এর আগে শনিবার (২৫ মে) ঝড়ো হাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দিয়ে যেতে বলেছিল আবহাওয়া অধিদফতর।

পিডি/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।