ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের গ্রুপবীমা চালু


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য গ্রুপবীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে সানলাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ডিআরইউর পক্ষে সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ ও সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এমডি এম সোলায়মান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়ল আহম্মেদ। অনুষ্ঠানে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরের পর ডিআরইউর পক্ষ থেকে ১২ লাখ ৬২০ টাকার একটি চেকইন্স্যুরেন্স কোম্পানিকে হস্তান্তর করা হয়। এর আগে ডিআরইউর সকল সদস্যদের কাছ থেকে গ্রুপ বীমা করার জন্য দু’কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজ ছবি এবং নির্ধারিত ফরমটি পূরণ করে ডিআরইউ কার্যালয়ে জমা নেওয়া হয়।

ডিআরইউ এই গ্রুপ বীমা করার জন্য সংগঠনের গঠনতন্ত্রে ৭ (ট), ৭ (ঠ) ও ৭ (ড) ধারা সংযোজন করেছে।

সাংবাদিকদের গ্রুপবীমার উদ্যোগকে স্বাগত জানিয়ে তোফায়ল আহম্মেদ বলেন, সাংবাদিকরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। তাদের এমন উদ্যোগের সঙ্গে থাকতে পেরে ভাল লাগছে।

ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ বলেন, বীমা সুবিধার আওতায় সদস্যদের জন্য থাকবে স্বাভাবিক মৃত্যু ২ লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যু ৪ লাখ টাকা, সম্পূর্ণ অক্ষমতা ১ লাখ ৫০ হাজার টাকা, আংশিক অক্ষমতা ৫০ হাজার টাকা ও ১৪টি রোগের চিকিৎসার জন্য ৭৫ হাজার টাকা।

এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।