ত্বকের ক্ষতিকারক কেমিক্যালে তৈরি কসমেটিকস চকবাজারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৭ পিএম, ২৫ মে ২০১৯

>> ১৫ কসমেটিকস দোকানকে ৮৫ লাখ টাকা জরিমানা
>> ১০ কোটি টাকা মূল্যের কসমেটিকস পণ্য জব্দ
>> সম্পৃক্ত থাকার অভিযোগে আটক দুই ব্যবসায়ী

রাজধানীর চকবাজারে বিভিন্ন প্রসাধনী পণ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আরও পড়ুন>>পারসোনাকে ৪ লাখ টাকা জরিমানা

chakbazarত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে তৈরি প্রসাধনী মজুত ও বিক্রির অভিযোগে ১৫টি কসমেটিকস পণ্যের দোকানকে ৮৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া প্রায় ১০ কোটি টাকা মূল্যের কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে।

আরও পড়ুন>>আলমাস ও মোস্তফা মার্টে নকল কসমেটিকস
 

chakbazar

র‌্যাব-১০ এর (সিপিসি-৩) কোম্পানি কমান্ডার মেজর আনিসউজ্জামানের নেতৃত্বে একটি দলের সহযোগিতায় শনিবার দুপুর থেকে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী মাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম বলেন, অভিযানের সময় ১৫টি কসমেটিকস পণ্য বিক্রয়কারী দোকানে যেসব প্রসাধনী পাওয়া গেছে, তা ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে তৈরি। ১৫টি দোকানকে ৮৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

আরও পড়ুন>>‘পারসোনায় যাওয়ার আগে দুইবার চিন্তা করুন’
 

সেইসঙ্গে ওই ১৫টি দোকানসহ ২টি গোডাউন সিলগালা করা হয়েছে। এ ধরনের ভেজাল ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

জেইউ/জেডএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।