শিশু আয়লানের ছবি দেখে তাহমিদের আর্তনাদ


প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

দক্ষিণ তুরস্কের উপকূলে শিশু আয়লান কুর্দির মৃতদেহের ছবি বিভিন্ন পত্রিকায় দেখে কান্না থামছে না পিরোজপুরের এক শিশু তাহমিদের।

ইতোমধ্যে তাহমিদ পত্রিকায় প্রকাশিত আয়লানের নিথর মৃতদেহের ছবি নিয়ে একটি প্লেকার্ড তৈরি করেছে। আর সেই প্লেকার্ড নিজ বাড়ির আঙিনায় স্থাপন করেছে। বর্তমানে তাহমিদ সেই প্লেকার্ডের দিকে অবাক-বিস্ময় ও অশ্রু সজল চোখে চেয়ে তাকিয়ে থেকে সময় পার করছে।

তাহমিদ কাউখালী সদর উপজেলার উত্তর বাজার এলাকার জাকির হোসেনের ছেলে। সে কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জানায়, টিভিতে এবং পত্রিকায় ওই শিশুর (আয়লান) মৃতদেহ সমুদ্রপাড়ে পড়ে থাকতে দেখে তাহমিদের মুখে হাসি দেখছিনা আমরা। আগে অনেকটা দুষ্ট প্রকৃতির ছিল সে। কিন্তু এই শিশুর ছবি দেখে কেমন জানি ভেঙে পড়েছে সে।

তাহমিদের মা আয়শা অনেক স্বান্তনার পরও কান্না থামাতে পারছেন না ছেলের। সব সময় শুধু ছবিটির দিকে তাকিয়ে থাকছে সে।

কান্নাজড়িত কণ্ঠে তাহমিদ জানায়, আয়লানের কি অপরাধ ছিল।

হাসান মামুন/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।