পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২৫ মে ২০১৯

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে টাঙ্গাইলের (সদর) অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদুর রহমান মনিরকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিজয়া সেনকে ৯ম এপিবিএন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মমতাজুল ইসলামকে রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহের (সদর) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার লাবনীকে কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও ১১ এপিবিএন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীনকে নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

এমইউএইচ/এআর/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।