সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান গণপূর্তমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২৪ মে ২০১৯

গণপূর্ত অধিদফতরের প্রকৌশলীদের সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

শুক্রবার (২৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় অধিদফতরের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদফতর আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘আমাদের কর্মকাণ্ড, আচার-আচরণ, ভাষা ব্যবহারসহ সব কিছুতেই সংযত ও সংযমী হতে হবে। আমরা যেন অনৈতিকতা ও পাপাচারে নিজেদের জড়িয়ে না ফেলি।’

এ সময় মানুষের জীবনে কল্যাণকর হলো নীতি-নৈতিকতা ও মূল্যবোধ উল্লেখ করে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে ইতিবাচক ইমেজ গঠনের অনুরোধ জানান।

sr

‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি অনাকাঙ্ক্ষিত সংবাদ আমাদের অনেক ভালো কাজকে ম্লান করে দেয়’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাদের কৃতকর্মে আরও অধিক সচেতনতাবোধ, স্বচ্ছতা ও ন্যায়ানুগ অবস্থান থাকতে হবে’।

গণপূর্ত অধিদফতরের প্রকৌশলীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনাদেরকে আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আপনারা অনেক মেধাবী ও যোগ্য। আপনারা কেন কলঙ্কের বোঝা কাঁধে নেবেন। অতীতকে ভুলে গিয়ে সব কাজে স্বচ্ছতা নিশ্চিত করবেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন, মানুষকে ভালোবাসবেন এবং উন্নয়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন’।

দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন। আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আফজাল হোসেন, স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির প্রমুখ।

এইউএ/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।