যাত্রাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২৪ মে ২০১৯

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১ হাজার ৪৪৫ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব।

আটকরা হলেন- সেলিনা আক্তার (৩৯), মো. বাবু (২৫), বাদল হোসেন (৩৭) ও শাহনেওয়াজ চৌধুরী অনিক (২২)।

বিজ্ঞাপন

র‍্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী গোলাপবাগ থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬টি মোবাইলফোন ও নগদ ১৯শ’ টাকা জব্দ করা হয়।

মেজর আশরাফুল হক জানান, আটকরা সবাই ইয়াবা কেনা বেচায় জড়িত। কখনও কখনও তারা ইয়াবাসেবীদের বাড়িতেও পৌঁছে দিয়ে আসে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেইউ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।