অপহরণের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

পাবনার সুজানগর থেকে অপহরণের চারদিন পর রাফিজুল ইসলাম (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রাফিজুল সুজানগর উপজেলার বনখোলা গ্রামের কোরবান আলীর ছেলে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জাগো নিউজকে জানান, সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বৃ-গোহাইলবাড়ী গ্রামের পদ্মা নদীতে রোববার দুপুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি সুজানগর থেকে অপহৃত যুবক রাফিজুলের বলে সনাক্ত করে সুজানগর থানা পুলিশ ও নিহতের স্বজনরা।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জাগো নিউজকে জানান, গত ২ সেপ্টেম্বর স্থানীয় খয়রান ব্রিজে বেড়ানোর কথা বলে রাফিজুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার দুই বন্ধু সুলতান শেখ ও রফিকুল মন্ডল। এরপর রাফিজুলের পরিবারের কাছে প্রথমে এক লাখ, পরে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুই অপহরণকারী।

এ ঘটনার পরদিন রাফিজুলের বাবা কোরবান আলী বাদি হয়ে ওই দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। রোববার দুপুরে সদর উপজেলার পদ্মা নদীতে মরদেহ উদ্ধারের খবর পেয়ে রাফিজুলের স্বজনদের নিয়ে আমরা সেখানে যাই। পরে মরদেহটি রাফিজুলের বলে সনাক্ত করেন তার স্বজনরা।

একে জামান/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।