বাংলাদেশী পোশাক শ্রমিক নেয়ার পরিকল্পনা করছে তুরস্ক


প্রকাশিত: ০৭:৫০ এএম, ১৯ অক্টোবর ২০১৪

তুরস্কের বস্ত্রশিল্পের উদ্যোক্তারা বাংলাদেশ থেকে পোশাক শ্রমিক নেয়ার পরিকল্পনা করছে। ইস্তাম্বুল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল এক্সপোর্টার অ্যাসোসিয়েশন্সের (আইএইচকেআইবি) প্রধান হিকমেত তানরিভের্দি বলেছেন, বস্ত্রখাতে বিভিন্ন পদে ন্যূনতম মজুরিতে প্রয়োজনীয় সংখ্যক তুর্কি পোশাক শ্রমিক পাওয়া যায়নি।

তিনি বলেন, তারা একই পারিশ্রমিকে অন্যান্য সেবা খাতে ও পরিচ্ছন্ন কর্মপরিবেশে কাজ করাকে প্রাধান্য দিচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন হারিয়েট ডেইলি নিউজ।

হিকমেত বলেন, বর্তমান পরিস্থিতিতে সিরীয় পোশাক শ্রমিকরা আমাদের বস্ত্রখাতকে টিকিয়ে রেখেছে। এর আগেও সস্তায় বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার বিষয়টি ভেবেছিলেন বিভিন্ন বস্ত্রখাতের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। আগে বা পরে যে কোন সময় বাংলাদেশী শ্রমিকদের তুরস্কের বস্ত্রখাতে কাজ করার জন্য ডাকা হবে বলে বলে মন্তব্য করেন হিকমেত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।