মানুষ মারার ব্যবসা করতে দেয়া হবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৩ মে ২০১৯

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘মানুষ মারার ব্যবসা করতে দেয়া হবে না। কোনো অজুহাত শুনতে চাই না, ওয়াসার পানিতে দূষণ বন্ধ করতেই হবে। দূষণমুক্ত বিশুদ্ধ নিরাপদ পানি দিতে না পারলে পানির বিল নেয়া স্থগিত রাখতে হবে।’

খাদ্য ও ওষুধে ভেজালকারী, মাছ-মাংস-ফল-সবজিতে কেমিকেল মিশ্রণকারীদের জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের মতোই শূন্য সহিষ্ণুতা নিয়ে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর কমিটি আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এসব বলেন তিনি। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দেশব্যাপী ভেজাল-দূষণ প্রতিরোধ দিবসের অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করে।

তিনি বলেন, যারা নিত্যপণ্যের বাজার নিয়ে খেলা করে তাদের দমন করতে চলমান অভিযান সারা বছর চালু রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার, ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, ফজলুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, জাসদ কেন্দ্রীয় কমিটির সমাজ সেবা বিষয়ক সম্পাদক সৈয়দা শামীমা সুলতান হ্যাপী প্রমুখ।

এইউএ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।