রাজধানীতে ৭৪ কি‌লো‌মিটার বে‌গে ঝ‌ড়ো হাওয়াসহ বৃ‌ষ্টি‌

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:২৬ এএম, ২৩ মে ২০১৯

দিনভর প্রচণ্ড দাবদা‌হের পর মধ্যরা‌তের ঘণ্টা আধেক আগে রাজধানীর আকা‌শে অ‌নেকটা বিনা নো‌টি‌শে বিদ্যুৎ চম‌কা‌তে শুরু‌ ক‌রে। সেই সঙ্গে শোঁ শোঁ শ‌ব্দে বই‌তে থা‌কে ঝ‌ড়ো বাতাস। বিদ্যুতের ঝলকা‌নি আর বাতা‌সের শ‌ব্দের সঙ্গে ঝমঝ‌মি‌য়ে‌ নামে বৃ‌ষ্টি। মুহূর্তেই তপ্ত নগরী ঠাণ্ডা হয়। হঠাৎ গর‌মের পারদ নিচে নে‌মে প্রশা‌ন্তির পরশের ছোঁয়া লা‌গে সর্বত্র।

আবহাওয়া অ‌ধিদফত‌রের আবহাওয়া‌বিদ আবদুল বা‌রেক রাত পৌ‌নে ১২টায় জা‌গো নিউজ‌কে জানান, রাজধানীসহ দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে ঝ‌ড়ো হাওয়াসহ বৃ‌ষ্টি হচ্ছে। রাজধানীর বিমানবন্দ‌রে স‌র্বোচ্চ ৭৪ কি‌লোমিটার বে‌গে ঝ‌ড়ো বাতা‌স ব‌য়ে যাওয়ার রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতরের সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮ দশ‌মিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।