সালমানের জন্মদিনে এফডিসিতে মহা আয়োজন


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

তিনি এলেন, অভিনয় করলেন এবং জয় করলেন। বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহরে ক্ষেত্রে এ কথাই বলা যায়। লাখো দর্শকের হৃদয় জয় করে তিনি অকাল প্রয়াত হয়ে ঘুমিয়ে আছেন চিরনিদ্রায়।

জনপ্রিয় এই নায়কের জন্ম ও মৃত্যু দিনে বিভিন্ন সংগঠন এবং সংবাদপত্র ও টেলিভিশন বিভিন্ন আয়োজন করে থাকে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সালমান শাহ স্মৃতি পরিষদ।  ২০০৩ সাল থেকে এই সংগঠনটি সালমান শাহ’র জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করে আসছে।

সেই ধারাবাহিকতায় সংগঠনটি আসছে ১৯ সেপ্টেম্বর সালমানের ৪৪তম জন্মবার্ষিকীতে বর্ণাঢ্য এক আয়োজন করতে যাচ্ছে। সেখানে উপস্থিত থাকবেন সালমানের মা নীলা চৌধুরী।

এ বিষয়ে সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এস এম শফি জাগো নিউজকে বলেন, ‘আমরা এক যুগ ধরেই প্রিয় নায়কের সাথে সংশ্লিষ্ট দিবসগুলো যথাযথ শ্রদ্ধায় পালন করে আসছি। সেই ধারাবাহিকতা নিয়ে সালমান শাহর ৪৪তম জন্মবার্ষিকীতে নায়কের মা নীলা চৌধুরীকে সঙ্গে নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর, এফডিসি চত্বরে অনুষ্ঠানের আয়োজন করেছি। সেখানে আরো উপস্থিত থাকবেন দেশবরেণ্য চিত্র তারকা, পরিচালক, প্রযোজক, সাংবাদিক এবং বিশিষ্টজন।’

প্রসঙ্গত, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে আগমন। এই প্রথম ছবিতেই সারা দেশের মানুষের মন জয় করে নিলেন অভিনয়, ব্যক্তিত্ব আর সুদর্শন চেহারা দিয়ে। তার প্রায় প্রতিটি ছবি ব্যবসা সফল ছিল।

সালমানের অভিনীত ছবিগুলো হচ্ছে- কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, দ্রোহ, প্রেমযুদ্ধ, কন্যা দান, দেন মোহর, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহামিলন, আশা ভালোবাসা, বিচার হবে, এইঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নাই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়সী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু, বুকের ভিতর আগুন।

ছবিগুলোতে সালমানের নায়িকা ছিলেন মৌসুমী, শাবনুর, লিমা, শাবনাজ, বৃষ্টি, শাহনাজ, শিল্পী, শ্যামা প্রমুখ। কেয়ামত থেকে কেয়ামতে সালমানের সঙ্গে মৌসুমীর অভিনয় এবং এই জুটি পরিচিত হলেও শাবনুরের সঙ্গে তার জুটিবদ্ধ ছবির সংখ্যা বেশি। এবং এই জুটিই বেশি জনপ্রিয় হয়ে ওঠে। বলা যায় সালমান শাহ-ই শাবনুরকে লাইম লাইটে নিয়ে আসেন।

এছাড়াও প্রয়াত এই নায়ক আটটি টিভি নাটকে অভিনয় করেন। এগুলো হলো- আকাশ ছোঁয়া, দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, পাথর সময়, ইতিকথা, নয়ন, স্বপ্নের পৃথিবী (টেলিফিল্ম)।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।