ইবিতে বহিরাগতকে আটক করে পুলিশে হস্তান্তর


প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক বহিরাগত ক্যাডারকে আটক করে পুলিশে দিয়েছনে প্রক্টর অধ্যাপক ত ম লোকমান হাকিম। রোববার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঝন্টু নামের এক বহিরাগত ক্যাডারকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেছেন। ঝন্টু নামের ওই বহিরাগত ক্যাডার বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে বিভিন্ন সময় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করেছে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা।

এমনকি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন সময় মারামারি, প্রকাশ্যে মাদক সেবন এবং শিক্ষার্থীদের মাঝে মাদক দ্রব্য সরবারহের অভিযোগও রয়েছে। এছাড়াও বহিরাগত চাকরি প্রত্যাশীদের সঙ্গে বিভিন্ন সময় ক্যাম্পাস অচল করতে সক্রিয় ভূমিকা রখেছে বলেও জানা যায়। সম্প্রতি ক্যাম্পাস বহিরাগত মুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা করে। এরই অংশ হিসেবে এ বহিরাগত ক্যাডারকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।

এ বিষয়ে প্রক্টর তালুকদার মোহাম্মদ লোকমান হাকিম জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস বহিরাগত মুক্ত করতে যে পদক্ষেপ গ্রহণ করেছে তারই অংশ হিসেবে একজন বহিরাগতকে ধরে পুলিশে দিয়েছি। ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে যা কিছু করা দরকার তাই আমরা করব।

ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন বহিরাগতকে থানায় সোপর্দ করেছে। আমরা ওই বহিরাগতের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।