বাসি খাবার ফ্রিজে রাখায় দোকান সিলগালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২২ মে ২০১৯

চট্টগ্রামের হাটহাজারীতে তেলে ভাজা বাসি খাবার ফ্রিজে রাখায় একটি দোকান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে নগরের ইপিজেড নাবিক কলোনি এলাকায় চুরি করে ওয়াসার পানি বিক্রির দায়ে একজনকে চারদিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, জয় ফুড কর্নার নামে এক দোকানে এক সপ্তাহ আগের তেলে ভাজা বাসি খাবার দোকানের ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল। এ কারণে দোকানটি সাময়িকভাবে সিলগালা করে দেয়া হয়েছে। এ সময় ভাই ভাই বেকারি নামে অন্য একটি ইফতার সামগ্রী বিক্রির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লুৎফুন নাহার জানান, এক ব্যক্তি চুরি করে ওয়াসার পানি বিক্রি করছিল। ওই ব্যক্তিকে চারদিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া একই অভিযোগে দুজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও সংযোগ বিচ্ছিন্ন এবং মটর জব্দ করা হয়েছে।

আবু আজাদ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।