সরকারের নজরদারিতে মাঠ প্রশাসন


প্রকাশিত: ০৮:১২ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

জনসেবা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে আরো কার্যকর করতে চায় সরকার। মূলত সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়ন ও সরকারের সেবাসমূহ নিশ্চিত করে জনসমর্থন বহাল রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এজন্য বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা যারা মাঠে বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন তাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি বলছে, সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশ চূড়ান্ত করে অনুমোদন দিয়েছেন। সেটি নির্দেশনা আকারে সরকারের মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

মাঠ প্রশাসন বলতে দেশের জেলাগুলোর প্রধান নির্বাহী- জেলা প্রশাসক, অতিরিক্তি জেলা প্রশাসক, সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় কর্মকর্তাকে বোঝানো হয়। এরা মূলত প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

সূত্র বলছে, সৈয়দ আশরাফ সাফ জানিয়ে দিয়েছেন, জনসেবা নিশ্চিত করতে এবং মাঠ প্রশাসনের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কর্মস্থল ছাড়া যাবে না। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও তারা কর্মস্থল ছাড়তে পারবেন না।    

জরুরি প্রয়োজনে কর্মস্থল ছাড়তে হলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

সূত্র বলছে, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যারা মাঠ প্রশাসনে আছেন, তাদের অনেকের পরিবার রাজধানীতে অবস্থান করে। ছেলে-মেয়েদের শিক্ষাসহ নাগরিক সুযোগ-সুবিধার উচ্চমান বজায় রাখতে মূলত এটি করেন তারা। এতে করে অনেক সময়ই জনসেবা বিঘ্নিত হচ্ছে। কাজের সময় তাদের খুঁজে পাওয়া যায় না।

এমন প্রেক্ষিতে জনপ্রশাসনে শৃঙ্খলা আনতে সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী জাগো নিউজকে বলেন, জনসেবা নিশ্চিত করা আমাদের প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব। তাই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন- অনেক সময় লক্ষ্য করা যায়, কিছু কর্মকর্তা অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। এমনকি প্রশিক্ষণ কর্মশালার নামে বাইরে থাকছেন। এটি বন্ধ করতে মূলত এই উদ্যোগ।

জানতে চাইলে সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, সরকারের উদ্যোগটি প্রশংসনীয়। নির্দেশনার বাস্তবায়ন করতে হবে।

জানা গেছে, চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের কঠোর নজরদারিতে নিয়ে এসেছে সরকার। এরপর জনপ্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেয়া হলো।

এসএ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।