মানিকগঞ্জে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড
মানিকগঞ্জে পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি জেলা বিএনপি। তবে বাধার মুখেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করেছে। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে রোববার কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে বিএনপি নেতা-কর্মীরা।
দুপুরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের হালকা ধস্তাধস্তিও হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকশেদুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ কবীর জিন্নাহ, যুবদল নেতা গোলাম কিবরিয়া সাঈদ প্রমুখ।
সমাবেশে বক্তারা গ্রাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী বলে মন্তব্য করেন। অবিলম্বে গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তারা।
এসএস/এমএস