মাশরাফিদের জার্সি কনটেস্টে ১৫ জার্সি


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ ক্রিকেট দলের জার্সির ডিজাইন প্রতিযোগীতায় প্রায় পাঁচ হাজারেরও বেশি ডিজাইন জমা পরে। সেখান থেকে সেরা ১৫টি জার্সি নির্বাচন করা হয়েছে। আর এই জার্সিগুলো থেকে এবার এসএমএস রাউন্ডের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলের নতুন জার্সি নির্বাচন করা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে সেরা নির্বাচিত হওয়া জার্সি পড়ে মাঠে নামবেন মুশফিক-মাহমুদুল্লাহরা।

জানা যায়, তরুণ এবং অভিজ্ঞ ডিজাইনার মিলিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় পাঁচ হাজারেরও বেশি জার্সি ডিজাইন আয়োজকদের কাছে জমা পরে। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ে ৫০টি জার্সি পছন্দ করা হয়। এরপর ৫০টি থেকে ১৫টি জার্সি বেছে নেন বিচারকরা।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন- চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজ, বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও মডেল নোবেল।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, প্রতিযোগীতার সেরা জার্সিটি জাতীয় দলের জন্যে নির্বাচন করা হবে। এছাড়া ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯, মেয়েদের জন্য এই জার্সিই ফলো করা হবে।

আরটি/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।