শিক্ষক নিয়োগে আলাদা কমিশন করা উচিত


প্রকাশিত: ০৭:২৩ এএম, ১৯ অক্টোবর ২০১৪

শিক্ষক জন্য আলাদা একটা কমিশন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১১টার দিকে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিনিয়ত আমাদের শিক্ষক নিয়োগ দিতে হয়। সে জন্য আলাদা একটা কমিশন করা উচিত। এটা করতে হবে। এ বিষয়ে আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। বিষয়টিতে বেশ অগ্রগতিও হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষাটাই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।