সরকারি খরচে হজে যাচ্ছেন ১০ সাংবাদিক


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

ধর্মপ্রাণ মুসলমান হিসেবে সরকারি তালিকায় ঠাঁই মিলেছে ১০ সাংবাদিকের। এবার তাঁরা সরকারি খরচে পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন।

তালিকাভুক্ত সাংবাদিকরা হলেন- খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুল আলম আর্টিস্ট, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (চট্টগ্রাম) এর যুগ্ম মহাসচিব আসিফ কবীর, রিপোর্টার দুলাল হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাংবাদিক মীর গোলাম মোস্তফা ও বাবুল হোসেন।

এছাড়া শেখ নজরুল ইসলাম ও ফরাজী আজমল হোসাইন নামে একটি জাতীয় দৈনিক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের দু’জন সাংবাদিক রয়েছেন। তবে তাদের দু’জনের নাম তালিকায় থাকলেও নামের পাশে সাংবাদিক লেখা নেই।

এ বিষয়ে তালিকাভুক্ত রিপোর্টার দুলাল হোসেন জাগো নিউজকে জানান, রোববার তারা পাসপোর্ট জমা দেবেন।

এমইউ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।