বদলি হচ্ছেন ২৪ সাব-রেজিস্ট্রার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২১ মে ২০১৯

নিবন্ধন অধিদফতরের ২৪ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রোববার (১৯ মে) বদলি-সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে। নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে আগামী ২৭ মে’র মধ্যে এই সাব-রেজিস্ট্রারদের বদলি করে আদেশ জারি করতে বলা হয়েছে।

মহাপরিদর্শকের কাছে পাঠানো আইন ও বিচার বিভাগের অফিস আদেশ অনুযায়ী- দিনাজপুর চিরিরবন্দরের মো. আমজাদ হোসেনকে ঢাকার কালামপুরে, লালমনিরহাটের পাটগ্রামের আজমেরী নির্ঝরকে ময়মনসিংহের পাগলায়, সিলেটের ভরনের শেখ নাছিমুল আরিফকে ময়মনসিংহের গৌরীপুরে, রংপুর সদরের মোহাম্মদ মিজানুর রহমানকে নীলফামারীর সৈয়দপুরে, পটুয়াখালীর দশমিনার মো. ফজলে রাব্বীকে বরিশালের বাকেরগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরের আজমল হোসেনকে নেত্রকোনার খালিয়াজুড়িতে, পিরোজপুরের স্বরূপকাঠির হীরেন্দ্রনাথ মিস্ত্রীকে একই জেলার নাজিরপুরে, নাজিরপুরের সাব-রেজিস্ট্রার মুবাশ্বেরা সিদ্দিকাকে বরিশালের গৌরনদীতে বদলি করা হচ্ছে।

ঝিনাইদহ মহেশপুরের সাব-রেজিস্ট্রার মো. শফিকুল ইসলাম মেহেরপুর সদরে, পঞ্চগড়ের বোদার উম্মে সালমা দিনাজপুরের চিরিরবন্দরে, নাটোরের সিংড়ার সাজেদুল হক বগুড়ার শেরপুরে, নওগাঁ সাপাহারের মো. রবিউল ইসলাম বগুড়ার গাবতলীতে, কুমিল্লার মুরাদনগরের মো. আনিসুর রহমান ঢাকার তেজগাঁওয়ে, ময়মনসিংহের গৌরীপুরের নুরুল আমিন তালুকদার কিশোরগঞ্জের কটিয়াদীতে, ঢাকা তেজগাঁওয়ের মো. রজব আলী মুন্সিগঞ্জের সিরাজদিখানে, গোপালগঞ্জ সদরের সাব রেজিস্ট্রার আব্দুর রহিম রাজবাড়ী সদর উপজেলায় বদলি হচ্ছেন।

এছাড়া সাব-রেজিস্ট্রারদের মধ্যে ময়মনসিংহের ধোবাউড়ার আনোয়ারুল হাসানকে রাজবাড়ীর পাংশা, রাজবাড়ী পাংশার মো. মনিরুজ্জামানকে গোপালগঞ্জের কাশিয়ানী, গোপালগঞ্জের কাশিয়ানীর প্রদীপ কুমার বিশ্বাসকে হবিগঞ্জের চুনারুঘাট, সুনামগঞ্জ জামালগঞ্জের অমায়িক বাবুকে বাগেরহাটের কচুয়া, দিনাজপুরের পার্বতীপুরের বাদল কৃষ্ণ বিশ্বাসকে রাজশাহীর পবা, কুড়িগ্রাম রৌমারী এইচএম মিরাজ সৌরভকে লালমনিরহাটের আদিতমারী, নীলফামারীর কিশোরগঞ্জের মো. তৌহিদুল ইসলামকে দিনাজপুরের পার্বতীপুর এবং টাঙ্গাইল সদরের মো. নজরুল ইসলাম সরকারকে নেত্রকোনা সদর উপজেলায় নেয়া হচ্ছে।

আরএমএম/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।