৬৫ স্বর্ণের বারসহ শাহজালালে যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৪ এএম, ২১ মে ২০১৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ রাজিব দেওয়ান (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। তার বাড়ি মুন্সীগঞ্জে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে আসা ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইট নং এসকিউ৪৪৬ রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ওই বিমানে আসা যাত্রী মো. রাজিব দেওয়ানকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। পরবর্তীতে গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তার কাছে কোনো শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। এ সময় দেহ তল্লাশি করতে চাইলে তিনি কোনা রকমের সহযোগিতা না করে উল্টো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

এর দীর্ঘক্ষণ পরে আর্চওয়ে মেশিনের মাধ্যমে তল্লাশি করা হলে তার প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। এরপর তার প্যান্টের বিভিন্ন অংশ থেকে লুকানো অবস্থায় সাদা রঙয়ের স্কচটেপে মোড়ানো ৬টি প্যাকেট উদ্ধার করা হয়।

অথেলো চৌধুরী আরও জানান, পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে প্যাকেটগুলো থেকে ৬৫টি স্বর্ণবার পাওয়া যায়, যার প্রতিটির ওজন ১০০ গ্রাম। জব্দ স্বর্ণের বাজার মূল্য প্রায় সোয়া ৩ কোটি টাকা।

জেইউ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।