মেহেরপুরে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৪:৪৬ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোবে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা। এতে তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় একতা ক্লাব ১০৭-১০১ পয়েন্টে মুন্সি জমির উদ্দীন পাঠাগার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে দুপুর থেকেই ভিড় করেন এলাকার বিভিন্ন বয়সী নারী পুরুষ। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন একতা ক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক জসিম উদ্দীন।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া এ খেলা ধরে রাখতেই এই আয়োজন। প্রতি বছরই ক্লাবের পক্ষ থেকে গ্রাম বাংলার বিভিন্ন প্রকার ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করার আশা প্রকাশ করেন তারা।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।