জয়ের ধারায় ফিরলো ব্রাজিল
কোপা আমেরিকায় ব্যর্থতার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। বিশ্বকাপে চমক দেখানো কোস্টা রিকার বিপক্ষে ১-০ গোল জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শনিবার নিউ জার্সির রেড বুল অ্যারেনায় দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই মাঠে নামে ব্রাজিল। ম্যাচের দুদিন আগে চোট পাওয়ায় মূল একাদশে খেলতে পারেননি নেইমার। তবে নেইমারের অনুপস্থিতিতেও শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল।
খেলার পাঁচ মিনিটেই এগিয়ে যেতে পারতো ব্রাজিল। ডগলাস কস্তার ক্রস থেকে ফাঁকায় বল পেয়েছিলেন ডেভিড লুইস। কিন্তু তার শট দৃঢ়তার সঙ্গে ফিরিয়ে দেন কোস্টারিকার গোলরক্ষক পেট্রিক পেম্বেরটন। তবে ১০ মিনিট পরেই গোলের দেখা পেয়ে যায় তারা। নিজেদের অর্ধ থেকে বারনো বল সঠিকভাবে ডিফেন্ডার বল ধরতে না পারলে বল পেয়ে যান হাল্ক। দারুণ শটে লক্ষ্যভেদ করেন দীর্ঘদিন ডাক পাওয়া এই স্ট্রাইকার।
এরপর ১৬ মিনিটে লুকাস লিমার কাছ থেকে বল পেয়ে বারে দারুণ শট করেন ফার্নানদিনহো। কিন্তু তার শট দৃঢ়তার সঙ্গে ফিরিয়ে দেন গোলরক্ষক পেট্রিক পেম্বেরটন। ৩৮ মিনিটে ক্ষিপ্র গতিতে কোস্টারিকার ডি বক্সে ঢুকে পড়লেও শেষ মুহূর্তে বলে নিয়ন্ত্রণ হারান হাল্ক। ৫৪ মিনিটে হাল্কের কাছ থেকে বল পেয়ে বাঁ দিক থেকে কোনাকুনি শট নিয়েছিলেন ডগলাস কস্তা। তবে তার শট বারপোস্টের সামান্য উপর দিয়ে চলে যায়। ৫৬ মিনিটে পাল্টা আক্রমণ থেকে দারুণ শটে বল জালে জড়ান কোস্টারিকার ব্রায়ান রুইস। কিন্তু অফ সাইডের কারণে তা বাদ হয়ে যায়। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে অফসাইডে ছিলেন না এই স্ট্রাইকার।
৬৭তম মিনিটে দীর্ঘদিন পর দলে ফেরা দলের অভিজ্ঞ মিডফিল্ডার কাকাকে নামান কোচ দুঙ্গা। ৭৪ মিনিটে ব্যবধান বাড়ানোর আবারো দারুণ সুযোগ পায় ব্রাজিল। কাকার ক্রস থেকে ফাঁকায় বল পেয়েও বারের উপর দিয়ে মারেন ডগলাস কস্তা। ৮১ মিনিটে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে মাঠে নামান দুঙ্গা। কিন্তু এরপর আর কোন গোল না হলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
আরটি/আরএস/এমএস