সৈয়দপুরে বিমান দুর্ঘটনা নিয়ে ইউএস-বাংলার বক্তব্য


প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

সৈয়দপুর বিমানবন্দরে বিমান দুর্ঘটনার বিষয়ে মিডিয়ায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে দাবি করেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সৈয়দপুরের দুর্ঘটনার বিষয়ে প্রকৃত তথ্য না জেনেই লেখা হয়েছে। আসলে বিমানটি কোনো দুর্ঘটনায় পড়েনি।

প্রকৃত ঘটনা হচ্ছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ারক্রাফটটি ৭৪ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানটি রানওয়ের এক প্রান্তে ইউটার্ন নিয়ে যখন পার্কিং বে-তে আসছিল তখন একটি চাকা আটকে যায়। তাৎক্ষণিক নিরাপদে সকল যাত্রীদের টার্মিনালে নেয়া হয়। এ ঘটনায় কোনো যাত্রী আহত কিংবা বিমানের কোনো ক্ষতি হয়নি।

এ সময় ঢাকা থেকে দ্রুততার সঙ্গে হেলিকপ্টারযোগে ইউএস-বাংলার দক্ষ প্রকৌশলীদের নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যে প্রকৌশলীরা বিমানটি পার্কিং বে-তে ফিরিয়ে আনেন এবং ফিরতি যাত্রীদের নিয়ে যথারীতি ঢাকায় ফিরে আসে। একই দিনে শিডিউল অনুযায়ী একই এয়ারক্রাফ্ট যাত্রী নিয়ে চট্টগ্রাম ও যশোরে ফ্লাইট পরিচালনা করে।

আরএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।