বাংলাদেশ ইন্টারনেট উইকে ইনসেফশন গ্রুপ


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

দেশজুড়ে শুরু হয়েছে ‘বাংলাদেশ ইন্টারনেট উইক’। প্রথমবারের মতো এই আয়োজনে অংশগ্রহণ করেছে ইনসেফশন গ্রুপ। গ্রুপটির তিনটি উইংসের ডিসপ্লে থাকছে এই আয়োজনে। সেগুলো হলো- ট্যুর ডটকম ডটবিডি, শপ২৪ ডটকম ডটবিডি এবং ই-সিটিজেন। এছাড়া গ্রুপটির আরো একটি উইং ই-সফট বিলিং থাকছে টেকনোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের অংশ হিসেবে।

ইনসেফশন গ্রুপের সিইও লায়ন মোহাম্মদ ইমরান বলেন, এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে নিজেদেরই ভালো লাগছে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এর জন্য সরকার এবং আয়োজন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। তবে এতটুকুই বলব, এমন আয়োজনে আমরা যারা টেকনোলজি নিয়ে কাজ করছি তারা অংশগ্রহণ না করলে কোনোভাবেই এই সেক্টরকে এগিয়ে নেয়া যাবে না। তাই শুধু অংশগ্রহণ নয়, যারা প্রযুক্তি প্রেমী তাদের সবাইকে এমন আয়োজনে বেশি বেশি অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

ইনসেফশন গ্রুপের ট্যুর ডটকম ডটবিডি, শপ২৪ ডটকম ডটবিডি এবং ই-সিটিজেন ডটকম ডটবিডি-এর ঠিকানা বনানী সোসাইটি মাঠের প্যাভিলিয়ন নম্বর ১০।

বনানী মাঠে দুপুর ২টা থেকে রাত ১১টা এবং ঢাকার বাইরে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।