আজকের যুগের `ঘষেটি বেগম` খালেদা


প্রকাশিত: ০১:৫০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রকারীদের নেতা মন্তব্য করে তাকে আজকের যুগের `ঘষেটি বেগম` নামে অখ্যায়িত করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শনিবার দুপুরে শোক দিবস উপলক্ষ্যে `বঙ্গবন্ধু পরিষদ` জনতা ব্যাংক মাদারীপুর শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. পাভেলুর রহমান খান।

নৌমন্ত্রী বলেন, নবাব সিরাজদৌল্লার হত্যাকারী যারা তাদের মূলনেতা এবং মদদ দিতেন ঘষেটি বেগম। তাহলে আজকের যুগের ঘষেটি বেগম হলেন খালেদা জিয়া। কারণ যত খুনির দল আছে, জামায়াতে ইসলাম খুনির দল, মুসলিম লীগ স্বাধীনতা বিরোধী দল, জাগপার শফিউল আলম প্রধান একজন খুনি।

খুনির দলগুলো সম্মেলন করে আজকে যে জোট গঠন করেছে এর নেত্রী হলেন খালেদা জিয়া। তাহলে ঘষেটি বেগম আর খালেদা জিয়ার পার্থক্য কোথায় ? বলে মন্তব্য করেন নৌমন্ত্রী।

এ সময় বিএনপির নানা অপকর্মের কথা উপস্থিত জনতার সামনে তুলে ধরেন মন্ত্রী।

এ কে এম নাসিরুল হক/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।