রাজধানীতে দুটি প্রাইভেটকারের সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৮ মে ২০১৯
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল। ছবি গুগল স্ট্রিটভিউ থেকে নেয়া।

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটার সিগন্যাল মোড়ে দুই প্রাইভেটকারের সংঘর্ষে ফুলবিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ছয়জন।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফুলবিবিকে মৃত ঘোষণা করেন।

নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাকিব শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এলিফ্যান্ট রোড বাটার সিগন্যাল মোড়ে একটি উবার প্রাইভেটকারের সঙ্গে অন্য একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে উবারের গাড়িটি উল্টে যায়। প্রাইভেটকার দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিহতের স্বজন কামাল হোসেন জানান, ফুলবিবির স্বামী আবুল কালামের চিকিৎসার জন্য পটুয়াখালীর দশমিনা থেকে তারা সপরিবারে সাতজন ঢাকায় আসেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ভাড়ায়চালিত উবার প্রাইভেটকারে করে ধানমন্ডির একটি হাসপাতালে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।

এআর/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।