প্রথমবারের মতো ফার্চামো অভিযানে যাচ্ছে বাংলাদেশের ৪ পর্বতারোহী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৪ এএম, ১৮ মে ২০১৯

 

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো হিমালয়ের ফার্চামো পর্বত অভিযানে যাচ্ছেন চার পর্বতারোহী। ২০ হাজার ৩০০ ফুট উচ্চতার এই পর্বতটি অভিযানে নেতৃত্ব দেবেন এভারেস্ট বিজয়ী এম এ মুহিত। দলের অন্য অভিযাত্রীরা হলেন- বাহলুল মজনু, শায়লা পারভীন ও রিয়াসাদ সানভী।

শুক্রবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হ‌লে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ স‌ম্মেল‌নে জানানো হয়, সোমবার (১৯ মে) নেপালের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করবেন। এর আগে অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হকের পরিচালনায় বাংলাদেশের পতাকা গ্রহণ করেন অভিযানের যাত্রীরা।

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ঝুঁকিপূর্ণ ও আনন্দদায়ক কাজের জন্য প্রশিক্ষণ নিতে হয়। যারা এ বিষয়ে দক্ষ তারা নতুনদের সহায়তা করবেন। এতে করে তারা দেশের জন্য গৌরব বয়ে আনবে।

অভিযানের দলনেতা মুহিত বলেন, আমরা ২১ দিনের পর্বত অভিযানে যাচ্ছি, সবাই দোয়া করবেন, যাতে পর্বতে বাংলাদেশের পতাকা উড়িয়ে সুস্থভাবে ফিরে আসতে পারি।

সংবাদ সম্মেলনে ঢাকাস্থ নেপাল দূতাবাসের চার্জ দ্য অ্যাফায়ার্স ধন বহাদুর ওলী, অভিযানের স্পন্সর ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) ওমর হান্নান, আজিম গ্রুপের এজিএম মো. আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।