অস্ট্রিয়ায় পৌঁছেছে চার হাজার অভিবাসন প্রত্যাশী


প্রকাশিত: ১২:২১ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

চার হাজার অভিবাসন প্রত্যাশী অস্ট্রিয়া পৌঁছেছেন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের রেলওয়ে স্টেশন থেকে শুক্রবার রাতে রওনা দিয়ে শনিবার সকালের দিকে এসব অভিবাসী অস্ট্রিয়ায় প্রবেশ করেছে। খবর আল জাজিরা ও বিবিসির।
 
এর আগে গত মঙ্গলবার কয়েক হাজার অভিবাসী হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের কেলেতি রেলস্টেশনে পৌঁছায়। অভিবাসীদের গন্তব্য ছিল অস্ট্রিয়া অথবা জার্মানি। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর হাঙ্গেরি সরকার দেশটির প্রধান রেলস্টেশনটি বন্ধ করে দেয়। স্টেশনটির বাইরে দুই দিন অবস্থানের পর বৃহস্পতিবার দুপুরের দিকে স্টেশনটি খুলে দেয় হাঙ্গেরি।

এরপর শুক্রবার অভিবাসীরা পায়ে হেটে অস্ট্রিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে অস্ট্রিয়া সরকার অভিবাসীদের আশ্রয় দেয়ার ঘোষণা দেয়। শনিবার অন্তত চার হাজার অভিবাসী অস্ট্রিয়ায় পৌঁছেছে। সেখানে অভিবাসীদেরকে রেড ক্রসের সদস্যরা গ্রহণ করেছেন।

তবে অভিবাসীদের সংখ্যা আরো বেশি হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শনিবার কমপক্ষে ১০ হাজার অভিবাসী দেশটিতে প্রবেশ করবে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।