দোকানে পচা মাংস, ৫ ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৭ মে ২০১৯

পচা মাংস বিক্রির দায়ে রাজধানীর কাপ্তানবাজারে পাঁচ ব্যবসায়ীকে এক মাস করে কারাদণ্ড, ১ ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা এবং ৪টি দোকান বন্ধ করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ১৫ মণ পচা মাংস জব্দ করা হয়েছে।

শুক্রবার রাজধানীর কাপ্তানবাজারে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সারওয়ার আলম জানান, অভিযানকালে কাপ্তানবাজারের প্রতিটি মাংসের দোকান ঘুরে দেখেন র‌্যাব সদস্যরা। এ সময় সঠিক মান ও নির্ধারিত দামে মাংস বিক্রি হচ্ছে কিনা তা দেখা হয়। অসাধু মাংস ব্যবসায়ী কর্তৃক নানাভাবে মেয়াদোত্তীর্ণ ও পচা মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগ ছিল। এ অভিযানে তার প্রমাণও মিলেছে। এসব অপরাধের দায়ে ১ দোকানকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড, ৪ দোকানকে সিলগালা ও ৫ দোকানিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

জেইউ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।