রাজশাহীতে যুবলীগের দুই গ্রুপের গোলাগুলি
রাজশাহী নগরীর শাহ্ মখদুম থানাস্থ মোড়ে স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। শনিবার দুপুরে এ ধাওয়া পাল্টা-ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে শাহ্ মখদুম থানা মোড়ে থানা যুবলীগ সাধারণ সম্পাদক সমর্থক গোলাম মোস্তফা গ্রুপ ও যুবলীগ নেতা মাসুদ রানা গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে উভয়পক্ষ তিন থেকে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে গুলির আওয়াজ পেয়ে নিকটস্থ শাহ্ মখদুম থানা থেকে একদল পুলিশ ছুটে এসে কয়েক রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে যুবলীগের একটি সূত্র জানিয়েছে। তবে তাদের নাম, পরিচয় ও সাংগঠনিক পদবি জানাতে অস্বীকৃতি জানিয়েছে সূত্রটি।
এ বিষয়ে শাহ মখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে কোন গোলাগুলির ঘটনা ঘটেনি। আর কেউ হতাহত হয়েছে কিনা তার জানা নেই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
শাহরিয়ার অনতু/এআরএ/পিআর