মেহেন্দিগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
পূর্ব বিরোধের জের ধরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আল-আমিন হাওলাদারকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম রত্তনপুর গ্রামের বাড়িতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন তিনি।
বিকেল পৌনে ৪টার দিকে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আল-আমিন ওই এলাকার ছালেম হাওলাদারের ছেলে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে আলামিনের সঙ্গে একই এলাকার বিদ্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নিহতের চাচাতো ভাই মতি হাওলাদারের দ্বন্দ্ব চলে আসছিল। আর এরই জের ধরে আলামিন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে খাসেরহাট যাওয়ার পথে মতি, মুজাহার হাওলাদার, মঞ্জু হাওলাদার, শহিদুল হাওলাদার, অহিদুল হাওলাদারসহ ১০/১২ সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সড়কে ফেলে রাখে।
পরে স্থানীয়রা আলামিনকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এরপর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আনোয়ার জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হামলায় গুরুতর আহত হয় আল-আমিন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্পিডবোট যোগে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। এরপর সেখানে তার মৃত্যু হয়। এটা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয় বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় মামলা দায়েরসহ হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. শাহিন রেজা জানান, হাসপাতালে পৌঁছার আগেই রোগির মৃত্যু হয়েছে।
সাইফ আমীন/এআরএ/পিআর